কেইগো হিগাশিনো (জন্ম: ফেব্রুয়ারি ৪, ১৯৫৮, ইকুনো ওয়ার্ড, ওসাকা, জাপান) একজন জাপানি লেখক প্রধানত তার রহস্য উপন্যাসের জন্য পরিচিত। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাপানের রহস্য লেখকের ১৩ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
অর্ডার করতে ক্লিক করুন👉 https://rokshort.com/KRhcyOQO2
টোকিও শহরতলীর এক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আচমকাই খুন হয়ে যায় মিনেকো মিতসুই। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। কিন্তু কেউ খুনীকে আসতেও দেখেনি, বের হয়ে যেতেও দেখেনি। জটিল এই খুনের তদন্তে নামে নিহনবাশি থানায় সদ্য বদলি হয়ে আসা ডিটেকটিভ কিয়োচিরো কাগা । তবে নবাগত হলেও ক্ষুরধার মস্তিষ্কের এই ডিটেকটিভের অভিজ্ঞতার ঝুলি বিশাল। ছোটখাটো কোন কিছুই নজর এড়ায় না তার। শহরতলীর যেখানে খুনটা হয়েছে, তার আশপাশে রয়েছে ছোটবড় নানারকম ঐতিহ্যবাহী পণ্যের দোকান এবং রেস্তোরাঁ৷ তদন্ত করতে গিয়ে কাগা বুঝতে পারে সূত্র পাওয়া যাবে এসব জায়গায় ঢুঁ মারলেই, কারণ মিনেকোকে প্রায়শই দেখা যেত দোকানগুলোয়।
টোকিওর অলিগলিতে কাগার সাথে ঘুরতে ঘুরতে পাঠকেরাও বুঝতে পারেন সবার জীবনেই কোন না কোন গল্প আছে। কিন্তু এই গল্পের গোলকধাঁধা থেকে কাগা হত্যা রহস্যের সমাধানের পথ খুঁজে পাবে তো? ডিভোশন অফ সাসপেক্ট এক্স এবং ম্যালিস খ্যাত জাপানি থ্রিলার মাস্টারমাইন্ড কেইগো হিগাশিনোর নতুন রহস্যের জগতে আপনাকে স্বাগতম।
রকমারি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন এই লিংকে👉🏻 rokshort.com/ZrYjpODYy